নিজস্ব সংবাদদাতা ॥ চাকুরির প্রলোভনে সন্তানকে দুবাইতে দাস হিসেবে হস্তান্তর করার অভিযোগে মঙ্গলবার বরিশালের একটি আদালতে নালিশী মামলা দায়ের করা হয়েছে। বরিশালের জেষ্ঠ্য বিচারিক হাকিম মোঃ মাসুদুর রহমান নালিশী অভিযোগ আমলে নিয়ে কোতয়ালী মডেল থানার ওসিকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। মামলায় আসামি করা হয়েছে পিতা ও পুত্রকে। তারা বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গিলতলী গ্রামের বাসিন্দা।
একই গ্রামের বাদশা চৌকিদার অভিযোগ করেন, তার পুত্র জুয়েল চৌকিদারকে বিদেশে চাকুরীর প্রলোভন দেখিয়ে প্রতারনার মাধ্যমে তার (বাদশার) কাছ থেকে একই গ্রামের আলাউদ্দিন হাওলাদার ও তার পুত্র মোঃ নয়ন হাওলাদার সাড়ে তিন লক্ষ টাকা হাতিয়ে নেয়। একপর্যায়ে গত ২৯ নবেম্বর জুয়েলকে দুবাই পাঠানো হয়। সেই থেকে জুয়েলের কোন খোঁজ খবর নেই। বাদশা আরো অভিযোগ করেন, তার ছেলে জুয়েলকে দাস হিসেবে হস্তান্তর করা হয়েছে। জুয়েলকে ফেরত পাওয়ার জন্য বাদশা সরকারের সংশ্লিষ্ট মহলের উর্ধ্বতন কর্মকর্তা ও প্রতারক পিতা-পুত্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।