নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর অশ্বিনী কুমার ইনিষ্টিটিউশনের ম্যানেজিং কমিটির সভাপতির বৈধতা চ্যালেন্স করে গৌরনদী সহকারী জজ আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত রবিবার মামলাটি দায়ের করেন স্কুলের সহকারি শিক্ষক আঃ আজিজ সরদার। মামলায় বিবাদী করা হয়েছে বাটাজোর অশ্বিনী কুমার ইনিষ্টিটিউশনের ম্যানেজিং কমিটির সভাপতি ও বাটাজোড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রব হাওলাদার, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বরিশাল জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বাটাজোর অশ্বিনী কুমার ইনিষ্টিটিউশনের প্রধান শিক্ষকসহ ১১ জনকে।
বুধবার আদালত সভাপতিকে কেন বে-আইনি ও অবৈধ ঘোষনা করা হবে না তা জানতে চেয়ে ১০ দিনের মধ্যে বিবাদীদের কারন দর্শানোর নিদের্শ দিয়েছেন।
মামলা সুত্রে প্রকাশ, গত বছরের ৫ জুলাই বাটাজোর অশ্বিনী কুমার ইনিষ্টিটিউশনের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ৪ ও সংরক্ষিত অভিভাবক সদস্য ১ জনকে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করা হয়। নির্বাচনের পর ১২ জুলাই ম্যানেজিং কমিটি গঠনের জন্য প্রথম সভার আহবান করা হয়। অভিভাবক সদস্য ক্ষিতিশ পালের সভাপতিত্বে সভায় তরিঘড়ি করে কাউকে কথা বলার সুযোগ না দিয়ে বাটাজোর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রব হাওলাদার ক্ষমতার প্রভাব খাটিয়ে তিনি নিজেই সভাপতির প্রস্তাব করেন। সহকারি শিক্ষক সদস্য আঃ আজিজ সরদার অভিযোগ করে বলেন, রব হাওলাদারের অবৈধ পন্থার কমিটিকে বৈধ হিসেবে অনুমোদন দিয়েছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বরিশাল জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বাটাজোর অশ্বিনী কুমার ইনিষ্টিটিউশনের প্রধান শিক্ষকসহ অন্যান্যরা। যে কারনে রব হাওলাদার স্ব-ঘোষিত সভাপতি হিসেবে ইতোমধ্যে স্কুলে নিয়োগ বানিজ্য শুরু করেছেন। বিধায় আঃ রবের বৈধতা চ্যালেন্স করে বরিশালের সহকারী জজ আদালতে মামলা দায়ের করা হয়েছে।