নিজস্ব সংবাদদাতা ॥ রবীন্দ্রনাথের শার্ধশত জন্মবর্ষ উপলক্ষ্যে বরিশালে আয়োজিত তিনদিনব্যাপী অনুষ্ঠানের আজ বৃহস্পতিবার সমাপনী দিন। জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদ বরিশাল শাখার আয়োজনে মঙ্গলবার রাত আটটায় অশ্বিনী কুমার টাউন হলে মঙ্গল প্রদীপ জ্বেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক শামীমা মাসউদ মুন্নি। নজরুল ইসলাম চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন নিখিল সেন। অনুষ্ঠানে সংগীত এবং নৃত্য পরিবেশন করে সংগঠনের শিল্পীরা। জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদ বরিশাল শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্রনাথের শার্ধশত জন্মবর্ষ উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচী ঘোষনা করা হয়।