বরিশালে পরিবেশ অধিদপ্তরের পলিথিন বিরোধী ক্যাম্পেইন

নিজস্ব সংবাদদাতা ॥ পলিথিন উৎপাদন, বাজারজাতকরন ও বানিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার বন্ধ করার লক্ষ্যে বরিশালে পরিবেশ অধিদপ্তর লিফলেট ও স্টিকার বিতরনের মাধ্যমে এক ক্যাম্পেইন কর্মসূচীর উদ্ভোধন করা হয়েছে।

নগরীর বগুড়া রোডে মঙ্গলবার এ ক্যাম্পেইন কর্মসূচীর উদ্ভোধন করেন পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক সুকুমার বিশ্বাস। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক খোন্দকার মোঃ ফজলুল হক, সহকারি পরিচালক আমিনুল ইসলাম খান প্রমুখ। নগরীর নতুন বাজার, নথুল্লাবাদ বাজার, কাউনিয়া টেক্সটাইল বাজার, পলাশপুর জামাই বাজার, বেলতলা বাজার, কাউনিয়া বাজার, ভাটিখানা বাজার, গগন গলি বাজার, হাটখোলা বাজার, বড় বাজার, পোর্ট রোড বাজার ও বাংলাবাজারসহ বিভিন্ন বাজারে দিনব্যাপী প্রচার অভিযান চালানো হয়।