নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে দোকানের মালামাল ক্রয় করতে এসে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছেন আগৈলঝাড়া উপজেলার মিশ্রিপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জহুরুল ইসলাম হাওলাদার। এ ব্যাপারে ব্যবসায়ীর ভাই আমিনুল ইসলাম আগৈলঝাড়া থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। গত তিনদিনেও নিখোঁজ ব্যবসায়ীর কোন সন্ধান না পাওয়ায় জহুরুলের নববধুসহ পরিবারের সদস্যরা হতাশ হয়ে পড়েছেন।
পারিবারিক সুত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার চাউকাঠী গ্রামের আব্দুর রব হাওলাদারের পুত্র ও মিশ্রিপাড়া বাজারের বিশিষ্ট মুদি ব্যবসায়ী জহুরুল ইসলাম হাওলাদার গত ৮মে সকালে টরকী বন্দর হাটে দোকানের মালামাল ক্রয় করতে এসে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়।