রাজাপুরে একটি মোবাইল ফোন কেড়ে নিল মিতুর প্রান

আহমেদ আবু জাফর, ঝালকাঠি ॥ মোবাইল ফোন নিয়ে মায়ের সাথে অভিমান করে মিতু বিশ্বাস (২০) কীটনাশক পানে আত্মহত্যা করেছে। জেলার রাজাপুর উপজেলার পারগোপালপুর গ্রামে বৃহস্পতিবার দুপুর দেড়টায় এ ঘটনা ঘটেছে। মা মিনতী রানী (৪২) জানান, সকালে মেয়ের ফোনের সিমকার্ড খুলে তিনি নিজের কাছে রাখেন, এতে অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে মেয়ে মিতু।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবুল খায়ের রাসেল সাংবাদিকদের বলেন, আশংকাজনক অবস্থায় মেয়েটিকে হাসপালে আনা হয়েছিল, কিন্তু চিকিৎসারত অবস্থায় বিষক্রিয়ায় মেয়েটি মারা যায়। রাজাপুর থানার উপ-পরিদর্শক হালিম তালুকদার জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরসহ আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে। পারগোপালপুর গ্রামের নিখিল চন্দ্র বিশ্বাসের তিন সন্তানের মধ্যে বড় মেয়ে মিতু গত দু’ বছর পূর্বে এইচএসসি পাশ করে। এরপর সে কয়েক মাসের জন্য ঢাকায় একটি প্রতিষ্ঠানে চাকরী নেয়। পরে নিজ গ্রামে ফিরে এসে পরিবারের কাছে বসবাস করছিল মিতু।