দারিদ্রতাকে হার মানিয়েছে বেলায়েত

নিজস্ব সংবাদদাতা ॥ দারিদ্রতাকে হার মানিয়ে এবারের এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে বেলায়েত হোসেন গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। সে গৌরনদী উপজেলার পশ্চিম বাউরগাতি গ্রামের দিনমজুর জানে আলম বেপারীর পুত্র। দিনমজুর বাবার একার উপার্জন দিয়ে ২ ভাই ও ১ বোনের লেখাপড়ার খরচ চালাতে কষ্ট হত। তাদের ৫ সদস্য বিশিষ্ট পরিবারের সংসার অর্ধাহারে অনাহারে জীবন যাপন করে আসছে। তাই বাবার সংসার চালাতে সহযোগীতা ও নিজের পড়াশোনার খরচ যোগাতে স্কুল ছুটির দিন বাবার সাথে দিনমজুরের কাজ করত বেলায়েত। দারিদ্র ও মেধাবী হওয়ায় বেলায়েত হোসেনকে স্কুলে বেতন ফ্রি করে দেয় কর্তৃপক্ষ। এছাড়াও স্কুলের প্রধান শিক্ষক আবদুল হালিম বেপারীসহ অন্যান্য শিক্ষকদের সার্বিক সহযোগীতায় দারিদ্রতাকে হার মানিয়ে বেলায়েত হোসেন গোল্ডেন জিপিএ-৫ পেয়ে সফলতা অর্জন করেছে। সে ভবিষ্যতে সিএ ডিগ্রী নিয়ে দেশ সেবা করতে চায়।