গৌরনদীতে মাদকদ্রব্যসহ স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা ॥ দীর্যদিন ধরে ক্ষমতার প্রভাব খাটিয়ে দাপটের সাথে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছিলো বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আলমাদানী সিকদারসহ তার সহযোগীরা। গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী থানা পুলিশ বৃহস্পতিবার রাতে গৌরনদী পৌরসভার রামনগর (সুন্দরদী) মহল্লায় অভিযান চালিয়ে ফেনসিডিল ও ইয়াবাসহ আলমাদানী সিকদারকে গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার বার্থী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আলমাদানী সিকদার, যুবলীগ নেতা বাশার আকনসহ তাদের সহযোগীরা কটকস্থল, বেজগাতি, রামনগর, সুন্দরদী এলাকায় প্রকাশ্যে দিবালোকে ফেনসিডিল, হেরোইন, ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের রমরমা বানিজ্য করে আসছিলো।

গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে বৃহস্পতিবার রাতে সহকারী উপ-পরিদর্শক সাহাবুদ্দিন খান ও মনির হোসেন একদল পুলিশ নিয়ে রামনগরএলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রোতারা স্থানীয় মানিক সরদার ও ফরহাদ শরীফের পান বরজের মধ্যে আত্মগোপন করে। পান বরজ তল্লাশীকালে মাদক বিক্রেতারা পালিয়ে যাওয়ার চেষ্ঠা করে। এসময় পুলিশ ধাওয়া করে ৮ বোতল ফেনসিডিল ও ১৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মূলহোতা আলমাদানী সিকদারকে গ্রেফতার করে। এ ঘটনায় গৌরনদী থানার সহকারী উপ-পরিদর্শক সাহাবুদ্দিন খান বাদী হয়ে মাদকদ্রব্য আইনে আলমাদানী সিকদার, বাশার আকন, আনিচ সরদার, রাসেল সিকদারসহ ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন।