নিজস্ব সংবাদদাতা ॥ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের হামলায় বরিশালের গৌরনদী উপজেলা যুবদলের সহসভাপতি মাসুম মৃধাসহ তার পরিবারের ছয়জন আহত হয়েছে। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শুক্রবার থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সরিকল গ্রামে বৃহস্পতিবার রাতে।
আহত ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার সরিকল গ্রামের সিদ্দিকুর রহমানের সাথে প্রতিবেশী মালেক হাওলাদার, আনিচ খানের বাড়ির পাশের জমি নিয়ে দীর্য়দিন থেকে বিরোধ চলে আসছে। বিরোধপূর্ন জমিতে বৃহস্পতিবার সন্ধ্যায় কলা গাছ লাগাতে যায় সিদ্দিকুর রহমানের পুত্র ও উপজেলা যুবদলের সহসভাপতি মাসুম মৃধা। এ সময় কলাগাছ লাগাতে বাঁধা দেয় প্রতিপক্ষ মালেক হাওলাদার, আনিচ খান ও তার লোকজনে। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এরজের ধরে ওইদিন রাতে প্রতিপক্ষের লোকজনে হামলা চালিয়ে মাসুম, তার পিতা সিদ্দিকুর রহমান, মা ফিরোজা বেগম, স্ত্রী লিপি বেগম, ভাই রাজন মৃধা ও সোহেল মৃধাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। গুরুতর আহতদের গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সিদ্দিকুর রহমান বাদি হয়ে সাতজনকে আসামি করে গতকাল শুক্রবার গৌরনদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।