গৌরনদীতে মটরসাইকেল চাপায় গৃহবধূ নিহত বিয়ের গাড়ি উল্টে ১০ জন আহত

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বোরাদী গরঙ্গল এলাকায় মটরসাইকেল চাঁপায় গুরুতর আহত গৃহবধূ শুক্রবার রাতে মারা গেছে। অপরদিকে একইদিন সন্ধ্যায় একটি বিয়ের গাড়ি উল্টে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

জানা গেছে, শুক্রবার দুপুরে রাস্তা পারাপারের সময় বেপরোয়াগতিতে যাওয়ায় ভাড়ায় চালিত মটরসাইকেলের চাঁপায় জাহানারা বেগম (৪৫) নামের এক গৃহবধূ গুরুতর আহত হয়। স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় প্রথমে গৌরনদী ও আশংকাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতে জাহানারা বেগম মারা যায়। তার বাড়ি মুলাদী উপজেলার নাজিরপুর গ্রামে। সে ওই গ্রামের খালেক হাওলাদারের স্ত্রী। অপরদিকে শুক্রবার সন্ধ্যায় গৌরনদী-আগৈলঝাড়া সড়কের মোল্লাবাড়ি নামকস্থানে গেরাকুলগামী বিয়ের নসিমন উল্টে গেদু শরীফ, আলাউদ্দিন সরদার, আব্দুর রহিম শরীফ, জাহিদ হাসানসহ কমপক্ষে ১০ জন আহত হয়। গুরুতর আহতদের গৌরনদী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।