বিধান সরকার, বরিশাল ॥ রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ফটো সাংবাদিক শহিদুজ্জামান টিটুর জানাযার নামাজ বরিশালে অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে নয়টায় প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয় বরিশাল কলেজ মাঠে। এরপর বীরশ্রেষ্ঠ্য ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গির সড়কে (সদর রোডে) বেলা এগারোটায়, দি¦তীয় জানাযার নামাজ শেষে লাশ মুসলিম গোরস্তানে দাফন করা হয়।
এখানে শ্রদ্ধা নিবেদন করেন সাবেক চীফ হুইপ আবুল হাসানাত আবদুল্লা, বরিশাল সিটি কর্পোরেশনে মেয়র শওকত হোসেন হিরন, সংসদ মেহবাজ উদ্দিন ফরহাদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাহা উদ্দিন নাসিম, জেলা এবং মহানগর বিএনপি, জাতীয় পার্টি, প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি সহ রাজনৈতিক সামাজিক সংগঠন।