আগৈলঝাড়া সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়ায় রহস্যজনকভাবে দুই স্কুল ছাত্রী নিখোঁজ হয়েছে। জানাগেছে, উপজেলার কাঠিরা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী বারপাইকা গ্রামের বাদল কির্ত্তুনীয়ার মেয়ে কেয়া কির্ত্তুনীয়া (১৫) ও একই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী উত্তর বারপাইকা গ্রামের যাকব বাইনের মেয়ে ডলি বাইন (১৪) গত ৫ মে বাড়ি থেকে স্কুলে গিয়ে রহস্যজনকভাবে নিখোজ হয়। এব্যাপারে বাদল কির্ত্তুনীয়া ও যাকব বাইন আগৈলঝাড়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন, যার নং ৩৯৩ (১১/০৫/২০১২)।