আগৈলঝাড়া সংবাদদাতা ॥ আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত শাহিন বেপারী দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত শনিবার বিকেলে মারা গেছে।
জানাগেছে, উপজেলার পূর্বসূজনকাঠী গ্রামের কাশেম বেপারীর ছেলে শাহিন বেপারী (২৪) সম্প্রতি টরকী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। প্রাথমিকভাবে স্থানীয় হাসপাতালে চিকিৎসার পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হলে চিকিৎসারত অবস্থায় শনিবার বিকেলে সে মারা যায়।