নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলা হাসপাতালের চতুর্থ শ্রেনীর এক কর্মচারীর অনিয়মের প্রতিবাদ করায় সোমবার সকালে ভর্তি রোগীর নিকট এক আত্মীয়র নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ওইদিনই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযোগে জানা গেছে, হাসপাতালে ভর্তি রোগী আমবৌলা গ্রামের মশিউর রহমান সোহেলের স্ত্রী ফাতেমা রহমানের নিকট আত্মীয় সোহেল আহম্মেদ। সোমবার দুপুরে সির্জার অপারেশনের ভর্তি রোগী ফাতেমার ড্রেসিং করার জন্য সোহেল ডাক্তারের খোঁজে যায়। এসময় ডাক্তার না পেয়ে সোহেল হাসপাতালের চতুর্থ শ্রেনীর কর্মচারী শাহিন মৃধার কাছে কর্মরত চিকিৎসকের খোঁজ জানতে চায়। এসময় শাহিন ক্ষিপ্ত হয়ে সোহেলের সাথে অসৌজন্যমূলক আচারন করেন। তার (শাহিনের) এ অনিয়মের প্রতিবাদ করায় উল্টো শাহিন মৃধা বাদি হয়ে সোহেলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
আগৈলঝাড়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) জহিরুল ইসলাম জানান, শাহিনের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে গতকাল সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সাথে প্রকৃত ঘটনার কোন সত্যতা পাওয়া যায়নি।