স্কুল ছাত্রীকে যৌণ হয়রানি – বরিশালে স্কুল শিক্ষককে সাময়িক বরখাস্ত

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের কালবিলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর এক ছাত্রীকে একই স্কুলের শিক্ষক কর্তৃক যৌণ হয়রানি করার অভিযোগে সোমবার অভিযুক্ত শিক্ষককে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। স্কুল পরিচালনা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জানা গেছে, ওই স্কুলের সিনিয়র শিক্ষক সতিশ গাইন (৪০) দীর্ঘদিন থেকে বিদ্যালয়ের দশম শ্রেনীর এক ছাত্রীকে যৌণ হয়রানি করে আসছিলো। বিষয়টি ওই ছাত্রী তার পরিবারকে জানায়। স্কুল ছাত্রীর দিনমজুর পিতা যতিন্দ্র নাথ গাইন জানান, তার কন্যাকে যৌণ হয়রানি করার অভিযোগে তিনি শিক্ষক সতিশের বিচারের দাবিতে প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ করেন। গত ১৬ দিনেও প্রধান শিক্ষক কোন বিচার না করে নানা তালবাহানা শুরু করেন। এরইমধ্যে প্রভাবশালী শিক্ষক সতিশ ও তার নিকট আত্মীয়রা প্রধান শিক্ষকের কাছ থেকে অভিযোগ প্রত্যাহারের জন্য দিনমজুর যতিন্দ্র নাথকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে। অবশেষে দিনমজুর যতিন্দ্র নাথ এ ঘটনার বিচার চেয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদলের কাছে লিখিত অভিযোগ করেন। পরবর্তীতে সোমবার ম্যানেজিং কমিটির জরুরি সভায় অভিযুক্ত শিক্ষক সতিশ গাইনকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়।

প্রধান শিক্ষক কালিপদ হালদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিক্ষক সতিশ চন্দ্র গাইনের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।