নৌ-মন্ত্রীর পদত্যাগের দাবি – সাংবাদিক টিটুর হত্যাকারীর বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল থেকে প্রকাশিত দৈনিক মতবাদের ফটো সাংবাদিক শহিদুজ্জামান টিটুর হত্যাকারী ঘাতক চালক নাইমের দৃষ্টান্তমূলক শাস্তি ও স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টির দাবিতে আজ মঙ্গলবার সকালে গৌরনদীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা শ্রমিক নেতা ও নৌ-মন্ত্রীর ব্যর্থতা তুলে ধরে অনতিবিলম্বে তার পদত্যাগের দাবি করা হয়।

গৌরনদী থেকে প্রকাশিত একমাত্র সাপ্তাহিক আলোকিত সময়-এর উদ্যোগে সকাল ১১ টায় বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন নৌ-মন্ত্রীর পদত্যাগের দাবি - সাংবাদিক টিটুর হত্যাকারীর বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশআলোকিত সময়ের সম্পাদক খোকন আহম্মেদ হীরা। সমাবেশে এতাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সহসভাপতি নাসির উদ্দিন, সাধারন সম্পাদক মোঃ আহছান উল্লাহ, মানবাধিকার ইউনিটির জেলা সভাপতি কে.এম শোয়েব জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম, সাধারন সম্পাদক মোঃ নয়ন শরীফ, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়া, ছাত্র সংসদের ভিপি কে.এম আনোয়ার হোসেন বাদল, আলোকিত সময়ের প্রকাশক তৌহিদী মাহমুদ তুহিন, ব্যবস্থাপনা সম্পাদক বিশ্বজিত সরকার বিপ্লব, বার্তা সম্পাদক মনীষ চন্দ্র বিশ্বাস, মফস্বল বার্তা সম্পাদক আমিন মোল্লা, ষ্টাফ বিপোর্টার প্রবীর বিশ্বাস ননী, সঞ্জয় কুমার পাল, এস.এম জুলফিকার, এইচ.এম সুমন, উত্তম দাস, সৈয়দ নকিবুল হক, দেলোয়ার সেরনিয়াবাত, উপেন চন্দ্র মন্ডল, লুৎফুল কবির সবুজ, প্রেমানন্দ ঘরামী, পার্থ হালদার, কাজী মুরাদ, ফটো সাংবাদিক নাসির উদ্দিন সৈকত, এনায়েত হোসেন মুন্না, সাংবাদিক মোহাম্মদ আলী, এ্যাটম বৈরাগী, মানবাধিকার ইউনিটির উপজেলা শাখার সাধারন সম্পাদক মামুন মিয়া, সমাজ সেবক আব্দুল মালেক প্রমুখ।