নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারের শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ সড়কের মাহিলাড়া ডিগ্রী কলেজের ব্রীজ থেকে ভীমেরপাড় পর্যন্ত রাস্তা কার্পেটিং করন কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠান শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। রাস্তা কার্পেটিং করন কাজের উদ্বোধন করেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মোঃ কামাল হোসেন সরদার, সংরক্ষিত মহিলা সদস্য রহিমা বেগম, এলজিইডি গৌরনদী উপজেলা কার্য সহকারী মোঃ দেলওয়ার হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গরা। শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাহিলাড়া বাজার জামে মসজিদের ইমাম মোঃ সফিউল্লাহ।