নিজস্ব সংবাদদাতা ॥ পারিবারিক কলহের জেরধরে শনিবার দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের দাসপাড়া গ্রামের এক কিশোর বিষপানে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে লাশের ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করেছে।
জানা গেছে, ওই গ্রামের সুধীর বাড়ৈর পুত্র সুজন ও সুমনের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে ভাইয়ের সাথে অভিমান করে সুজন (১৪) সবার অজান্তে কীটনাশক পান করে। মুমুর্ষ অবস্থায় সুজনকে আগৈলঝাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।