নিজ্স্ব সংবাদদাতা ॥ বরিশালের উজিরপুর উপজেলার ওটরা, জল্লা, হারতা ও সাতলা ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিল শনিবার আগৈলঝাড়ায় অনুষ্ঠিত হয়েছে। আগৈলঝাড়ার জেলা পরিষদ ডাকবাংলোয় উজিরপুর উপজেলার ৪টি ইউনিয়নের কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক ও বরিশার-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, ভাইস চেয়াম্যান জসিম সরদার, উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আঃ খালেক আজাদ, সাধারণ সম্পাদক এসএম জামাল হোসেন, যুগ্ম সম্পাদক অশোক হাওলাদার, ছিদ্দিকুর রহমান, আওয়ামীলীগ নেতা দিলীপ সিকদার, যুবলীগ সভাপতি আঃ মজিদ সিকদার বাচ্চু, ছাত্রলীগ সভাপতি গিয়াস উদ্দিন, সাতলা ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন সোহাগ মোল্লা, হারতা ইউপি চেয়ারম্যান হরনাথ রায়, ওটরা ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, জল্লা ইউপি চেয়ারম্যান উর্মিলা বাড়ৈ প্রমুখ।
কাউন্সিলে প্রতিটি ইউনিয়নের প্রতি ওয়ার্ডের সভাপতি, সম্পাদক ও ইউনিয়ন শাখার সভাপতি, সম্পাদক সহ মোট ২০ জন কাউন্সিলর ব্যালটের মাধ্যমে তাদের মতামত প্রয়োগ করেন। ওটরা ইউনিয়নে আঃ খালেক রাঢ়ি সভাপতি ও সহিদুল ইসলাম মোল্লা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। জল্লা ইউনিয়নে বিশ্বজিৎ হালদার নান্টু বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি ও নজরুল ইসলাম বাচ্চু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। হারতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুনীল বরণ বিশ্বাস বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি ও অমল মল্লিক সাধারণ সম্পাদক, সাতলা ইউনিয়নে আঃ মালেক মাষ্টার সভাপতি ও ইদ্রিস সরদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।