নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল বাসস্ট্যান্ডে শনিবার দুপুরে দু’টি মটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে ১ জন নিহত ও চারজন আহত হয়েছে। গুরুতর আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বেলা সোয়া ১১টার দিকে কটকস্থল বাসস্ট্যান্ড এলাকা অতিক্রমকালে দুটি মটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মটরসাইকেল দুটি দুমড়ে মুচড়ে দু’চালকসহ ৫ জন আহত হয়। গুরুতর আহত ৪ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির করা হলে বিকেলে মোঃ রাসেল (২৩) নামের এক আরোহী মারা যায়। তার বাড়ি কাউনিয়া এলাকায়। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনা কবলিত মটরসাইকেল দু’টি আটক করেছে। গুরুতর আহত কাউনিয়া এলাকার রাসেল মিয়া (১৮) কাউয়ারচর এলাকার মোঃ সোহাগ (১৮), মোঃ আলাউদ্দিন (৪০), মাগুরা গ্রামের মো. নজরুল ইসলামকে (২৭) হাসপাতালে ভর্তি করা হয়।