নিজস্ব সংবাদদাতা ॥ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের তেতলা শেরেবাংলা হাট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারন সভা গত ১৯ মে সকালে অনুষ্ঠিত হয়েছে। বানারীপাড়ার তেতলা শেরেবাংলা হাট স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত সভায় মোঃ আব্দুল হক গোমস্তার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কাল্ব)-এর বরিশাল ও খুলনা অঞ্চলের ডিরেক্টর মোঃ রাশেদুজ্জামান ঝিলাম। বিশেষ অতিথি ছিলেন উদয়কাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শাহআলম হাওলাদার, কাল্বের বরিশাল জেলা ব্যবস্থাপক এস.এম ইদ্রিস, বানারীপাড়া উপজেলা সহকারি সমবায় অফিসার এস.এম কামরুল হাসান জুয়েল, চাঁদশী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারী প্রেমানন্দ ঘরামী। বক্তব্য রাখেন ক্রেডিট ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ আলমগীর হোসেন, অগ্রগামী ক্রেডিট ইউনিয়নের সহকারি ম্যানেজার মোঃ মনোয়ার হোসেন, প্রভাষক মন্টু হালদার, শিক্ষক মোঃ আলী আকবর প্রমুখ।