নিজস্ব সংবাদদাতা ॥ কেন্দ্র ঘোষিত কর্মসূচী অনুযায়ী বরিশাল জেলা দক্ষিণ ও উত্তর এবং মহানগর বিএনপির নেতৃবৃন্দরা রবিবার পৃথক ভাবে প্রতীক গণঅনশন কর্মসূচী পালন করছে। সকাল দশটা থেকে দলীয় কার্যালয়ে গণঅনশন কর্মসূচী পালন করেন মহানগর বিএনপি। কমিটির সাধারন সম্পাদক এ্যাডভোকেট কামরুল ইসলাম শাহিনের নেতৃত্বে গণঅনশনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এবায়দুল হক চাঁন, সবেক যুগ্ন সম্পাদক মনিরুজ্জামান ফরুক সহ অন্যান্য নেতা-কর্মীরা।
অপরদিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে গণঅনশন কর্মসূচী পালন করেছেন দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দরা। সংগঠনের সাধারণ সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিনের নেতৃত্বে ওই গণঅনশনে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সুলতান আহমেদ খানসহ অন্যান্য নেতৃবৃন্দরা। উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ-এমপির নেতৃত্বে প্রেসক্লাব সংলগ্ন চত্বরে গণঅনশন কর্মসূচী পালন করা হয়। সেখানে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারন সম্পাদক আকন কুদ্দুসুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।