নিজস্ব সংবাদদাতা ॥ মেয়ের জামিন নিতে রবিবার সকালে বরিশাল আদালতে এসে হার্ডএ্যাটাক করে এক মায়ের মৃত্যু হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, নগরীর রূপাতলী এলাকায় জনৈকা জাহানারা বেগমের (৫০) কন্যা শান্তা ইসলাম একটি মামলায় গ্রেফতার হয়ে কারাভোগ করছেন। রবিবার শান্তাকে আদালতে হাজির করার তারিখ ছিল। মেয়ের জামিন প্রার্থনার জন্য মা জাহানারা বেগম সকাল থেকেই আদালত পাড়ায় অপেক্ষায় ছিলো। বেলা বারোটার দিকে শান্তাকে আদালতে আনা হয়। তাকে দেখেই মা জাহানারা বেগম হার্ডএ্যাটাক করে। মুমুর্ষ অবস্থায় তাকে (জাহানারাকে) শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জাহানারা বেগমকে মৃত বলে ঘোষনা করেন।