বরিশাল সংবাদদাতা ॥ বরিশালের উজিরপুর থেকে ১০ কেজি গাঁজাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। সোমবার উপজেলার শংকরপুর থেকে আটক মো. মাহবুব হাওলাদার (৩৫) মৃত হাবিবুর রহমানের ছেলে।
র্যাব এক প্রেসবিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাহবুব বাড়ীতে গাঁজা কেনা বেচা করে। এই খবরে র্যাব-৮ এর একটি বিশেষ দল দুপুর দেড়টায় মাহাবুবের বাড়ীতে অভিযান করে। র্যাবের দলটি মাহাবুবকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে তার ঘরের বারান্দার জ্বালানি কাঠের নিচ থেকে ১০ টি সাদা পলিথিন প্যাকেট দিয়ে মোড়ানো ২ টি সিমেন্টের বড় ব্যাগে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করে দলটি। এই উদ্ধার ও আটক অভিযানের ঘটনায় র্যাব বাদী হয়ে উজিরপুর থানায় মামলা করেছে র্যাব।