বাকেরগঞ্জে সংখ্যালঘু পরিবারকে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন

 

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধালগোমা গ্রামের এক অসহায় সংখ্যালঘু পরিবারকে ভিটেমাটি ছাড়া করতে প্রভাবশালী একটি মহল উঠেপরে লেগেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে এলাকাবাসি মানববন্ধন করেছেন। মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা প্রভাবশালী ভূমিদস্যুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

জানা গেছে, ওই গ্রামের অশোক চক্রবর্তীর সহয় সম্পত্তি আত্মসাতের লক্ষ্যে একই গ্রামের প্রভাবশালী ভূমিদস্যু বাবুল হোসেন, জসিম উদ্দিন ও কবির হোসেন দীর্ঘদিন থেকে নানামুখী ষড়যন্ত্র করে আসছে। তারই ধারাবাহিকতায় ওই প্রভাবশালীরা ইতোমধ্যে অশোক ওরফে  খোকন চক্রবর্তী তার মা ইভা চক্রবর্তী ও প্রথম স্ত্রী সুধা রানীকে মারধর করে আহত করে। গুরুতর আহত হয়ে অবশেষে ইভা চক্রবর্তী ধুকে ধুকে মারা যায়।

গত ৭ মে উল্লেখিত ভূমিদস্যুরা অশোককে পিটিয়ে গুরুতর আহত করে তার দ্বিতীয় স্ত্রী শিখা রানীকে শ্লীলতাহানী করে ঘরের মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনায় গত ১১ মে বাকেরগঞ্জ থানায় অশোক চক্রবর্তী মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রভাবশালীরা অশোককে ভিটেমাটি ছাড়া করতে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছেন। এ ঘটনার প্রতিবাদে সোমবার বিকেলে দুধাল গোমা বন্দরে এলাকাবাসির ব্যানারে মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ আহসান হাবীব মোল্লা, সিরাজ মোল্লা, ইউসুফ হোসেন, জাহাঙ্গীর হোসেন, মনোজ দাস, জামাল হাওলাদার, লাবু খান, ডাঃ কানাই সেন, জাহাঙ্গীর খান, মনির হোসেন ও নির্যাতিত অশোক ওরফে খোকন চক্রবর্তী প্রমুখ।