নিজস্ব সংবাদদাতা ॥ ইসলামের ভুল ব্যাখা দিয়ে মঙ্গলবার দুপুরে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার আন্দারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রচারনাকালে এলাকাবাসি উগ্রপন্থি মৌলবাদি জঙ্গী সংগঠন হিজবুত তওহীদের সক্রিয় সদস্য স্বামী ও স্ত্রীকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে। আটককৃতদের কাছ থেকে চারটি জেহাদী বই উদ্ধার করা হয়।
উপজেলার কাজীর হাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার দড়িরচর খাজুরিয়া গ্রামের জয়নাল আবেদীন (৩২) ও তার স্ত্রী হালিমা আক্তার লাকী (২৫) আন্দারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে তাদের সংগঠনের বই বিলি ও ইসলামের অপব্যাখ্যা দিয়ে উগ্রপন্থি প্রচার চালাতে থাকে। এসময় স্কুলের শিক্ষকেরা ইসলাম নিয়ে উগ্রপন্থি কথা বলার বিরোধীতা করেন। এতে হিজবুত তওহীদের সদস্যদের সাথে শিক্ষকদের বাকবিতন্ডা বাঁধে। একপর্যায়ে এলাকাবাসি জড়ো হয়ে তাদের দু’জনকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে। আটককৃতদের কাছ থেকে চারটি জেহাদী বই উদ্ধার করা হয়েছে। আটককৃত দম্পত্তিকে ওইদিনই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়।