গৌরনদী সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার শংকরপাশা মৌজার কালিখোলা নামক স্থানের দেবত্তর সম্পত্তি খাসজমি দেখিয়ে বন্দোবস্ত প্রদান করা হয়েছে। ফলে এ নিয়ে দেখা দিয়েছে চরম বিরোধ। বর্তমানে ওই জমিতে মন্দির নির্মান করতে গেলে বাঁধা প্রদান করে বন্দোবস্ত পাওয়া ভূমিহীনরা। ফলে হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শংকরপাশা কালিমন্দির কমিটির সভাপতি সুশীল করাতী অভিযোগ করেন, ওই মৌজার এস.এ ৫৪৯৬, হাল ১৩৯ দাগে কালিখোলার নামে রেকর্ডিয় ১১ শতক দেবত্তর সম্পত্তিত্বে দীর্ঘদিন থেকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনে কালিপূজা করে আসছে। ১৯৯৮ সনে ওই সম্পত্তি খাস জমি দেখিয়ে কালনা গ্রামের তোতা খলিফা ও তার ভাই টুকু খলিফার নামে ভূমিহীন হিসেবে বন্দোবস্ত দেয় বরিশালের জেলা প্রশাসক। ফলে এ নিয়ে বিরোধ দেখা দেয়। অতিসম্প্রতি বিরোধীয় সম্পত্তিত্বে কালিমন্দিরের ঘর পূর্ণনির্মান করতে গেলে উল্লেখিত ব্যক্তিরা তাদের বাঁধা প্রদান করেন।
এ ব্যাপারে ভূমিহীন তোতা খলিফা ও টুকু খলিফার সাথে যোগযোগ করা হলে তারা জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত দলিলপত্র দেখিয়ে বলেন, সরকার এ জমি আমাদের বন্দোবস্ত দিয়েছে, ফলে আমরা মন্দির নির্মানে বাঁধা দিয়েছি।