নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়নের উত্তর চেতলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ও একই গ্রামের সুশীল রায়ের পুত্র সম্রাট রায় (১৩) গত নয়দিন ধরে রহস্যজনক ভাবে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় নিখোঁজ শিশুর পিতা থানায় সাধারণ ডায়েরী করেছেন। জানা গেছে, গত ১৪ মে থেকে রহস্যজনক ভাবে সম্রাট নিখোঁজ হয়। সেই থেকে অদ্যবধি তার কোন খোঁজ মেলেনি।