সপ্তম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীকে বিয়ে – বানারীপাড়ায় অপহরণ মামলার আসামী গ্রেফতার

বরিশাল সংবাদদাতা ॥ সমঝোতার কথা বলে ফের সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে পালিয়ে নিয়ে বিয়ে করার অভিযোগে অপহরণকারীকে আটক করেছে বরিশালের বানারীপাড়া থানা পুলিশ। মঙ্গলবার রাতে গ্রেফতার হওয়া অপহরণকারীর নাম সুধাংশু মন্ডল (১৮)। তার বাড়ি উপজেলার তেতলা গ্রামে।

জানাগেছে, ভালোবাসার তাগিদে একই এলাকার দিন মজুর সুধাংশু মন্ডলের সাথে  পালিয়ে গিয়ে ৪ এপ্রিল বরিশাল নোটারী পাবলিকের মাধ্যমে বিবাহ করে স্কুল ছাত্রী (১৩)। তারা বাড়িতে ফিরে এলে পরিবারের পক্ষ থেকে বিয়ে মেনে না নেওয়াতে, স্থানীয় ভাবে উভয় পরিবারের মধ্যে সমযোতার চেষ্টা চলে। এর কয়েক দিন পর  ফের ২০ এপ্রিল সুধাংশু স্কুল ছাত্রীকে নিয়ে পালিয়ে যায়।

পরে মিতুর বাবা বাদী হয়ে সুধাংশু মন্ডলসহ ৬ জনকে আসামী করে মাধ্যমে গত ১মে অপহরণ মামলা দায়ের করে। ওই মামলার তদন্তকারী পুলিশ অফিসার এস আই মতিয়ার রহমান মঙ্গলবার রাতে বানারীপাড়া লঞ্চ ঘাট থেকে স্কুল ছাত্রী এবং অভিযুক্ত সুধাংশু মন্ডলকে গ্রেফতার করে। গতকাল বুধবার বরিশাল শেবাচিম হাসপাতালে মিতুর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হওয়ার পর, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ২২ ধারায় জবানবন্দী রেকর্ড করে সেইভ হোমে প্রেরণ করা হয় । আর সুধাংশুকে প্রেরণ করা হয়েছে হাজতে।