গৌরনদী অফিস ॥ বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ্য সুপার মার্কেটের মেসার্স আহম্মেদ টেড্রার্সের স্বত্তাধীকারি, আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহেব আলী ফকির ডায়াবেটিক ও কিডনী রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন থেকে ঢাকার কিডনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থ্যতার কথাশুনে ইটালী থেকে ছুটে এসেছেন মুক্তিযোদ্ধার একমাত্র মেয়ে জামাতা এককালের গৌরনদীর ঝড় কাঁপানো ছাত্রনেতা কামরুল ইসলাম দিলিপ। তিনি তার শ্বশুড় বীর মুক্তিযোদ্ধা সাহেব আলী ফকিরের আশু রোগমুক্তি কামনায় ব্যক্তিগত উদ্যোগে আগামীকাল শুক্রবার টরকী বন্দর আদর্শ জামে মসজিদে দোয়া-মিলাদের আয়োজন করেছেন। উক্ত দোয়া-মিলাদে সর্বস্তুরের রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও জনসাধারনদের উপস্থিত থাকার জন্য ইটালী প্রবাসী কামরুল ইসলাম দিলিপ অনুরোধ জানিয়েছেন।