গৌরনদীর সরিকলে বিদ্যুৎ অফিস ঘেরাও করে সহস্রাধীক গ্রাহকদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা ॥ একটানা ৩/৪ ঘন্টা করে অব্যাহত লোডশেডিং বন্ধের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল করে ঘন্টাকালব্যাপী বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে সহস্রাধীক বিক্ষুব্ধ বিদ্যুৎ গ্রাহকেরা। পরে স্থানীয় প্রশাসন ও পল্লী বিদ্যুতের উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যস্থতায় বিক্ষুব্ধ গ্রাহকদের শান্ত করা হয়। ঘটনাটি ঘটেছে পল্লী বিদ্যুতের বরিশালের গৌরনদী উপজেলার সরিকল উপ-কেন্দ্রে।

বিক্ষুব্ধ গ্রাহক নাজিম উদ্দিন টিপু, ইমাম মৃধা, টিটু, হেদায়েত মৃধা, সবুজ হোসেন, গিয়াস উদ্দিন, নুরুল হুদাসহ অসংখ্য গ্রাহকেরা অভিযোগ করেন, গত ১৫দিন ধরে ওই এলাকায় একটানা ৩/৪ ঘন্টা করে লোডশেডিং দেয়া হয়। পরে বিদ্যুৎ সরবরাহ করা হলেও তার স্থায়ী হয় সর্বোচ্চ ২০ থেকে ২৫ মিনিট। এ ঘটনার প্রতিকার চেয়ে ইতোমধ্যে একাধিকবার সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের অভিযোগ করেও কোন প্রতিকার পাওয়া যায়নি। ভুক্তভোগীরা আরো অভিযোগ করেন, সঠিক ভাবে বিদ্যুৎ সরবরাহ করা না হলেও বিল আগের মতোই পাঠানো হচ্ছে। বিদ্যুৎ বিভাগের খামখেয়ালীপনায় অতিষ্ঠ হয়ে ওই এলাকার সহস্রাধীক বিদ্যুৎ গ্রাহকেরা বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে তারা সরিকল উপ-কেন্দ্র ঘেরাও করে ঘন্টাব্যাপী বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। খবর পেয়ে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস.আই শাহজালাল খলিফা ঘটনাস্থলে পৌঁছে পল্লী বিদ্যুতের উধর্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে বিক্ষুব্ধ গ্রাহকদের শান্ত করেন।

পল্লী বিদ্যুতের গৌরনদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবু বক্কর শিবলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি স্থায়ী সমাধানের জন্য আগামী ২৭ মে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সরিকল তদন্ত কেন্দ্রে সমাধান বৈঠকে বসার আশ্বস্ত করে বিক্ষুব্ধ গ্রাহকদের শান্ত করা হয়েছে।