কৃষকদের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ – উজিরপুরে মাছ চাষের জন্য কৃষকদের ধান চাষে বাঁধা

 

খোকন আহম্মেদ হীরা, গৌরনদী ॥ কতিপয় প্রভাবশালী ব্যক্তিরা আর্থিক লাভবান হতে সাধারন কৃষকদের জমিতে মাছ চাষের জন্য জোরপূর্বক বাঁধ নির্মানের কাজ অব্যাহত রেখেছেন। প্রভাবশালীদের খামখেয়ালীপনায় আমন ধান আবাদ নিয়ে চিন্তিত হয়ে পরেছেন বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা গ্রামের শতাধিক কৃষকেরা। ইতোমধ্যে ওই প্রভাবশালীরা বড়াকোঠা এলাকার হারাশিয়া বিলের কৃষকদের বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে মাছ চাষের জন্য বাঁধ নির্মানের কাজ শুরু করেছেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ চাষীরা বুধবার সন্ধ্যায় বড়াকোঠা বি.কে মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশ করেছেন। সমাবেশে বক্তারা প্রভাবশালীদের হাত থেকে রক্ষা পেতে কৃষি মন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, বরিশাল জেলা প্রশাসক, বরিশাল পুলিশ সুপার ও স্থানীয় থানা পুলিশের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় কৃষক উপেন্দ্রনাথ মন্ডলসহ একাধিক চাষীরা জানান, প্রায় দু’শ একরের হারাশিয়া বিলের জমিতে তারা সহস্রাধীক চাষীরা নিজ নিজ মালিকানা জমিতে যুগ যুগ ধরে চাষাবাদ করে আসছেন। অতিসম্প্রতি স্থানীয় প্রভাবশালী হানিফ বেপারী, ছাত্তার মল্লিক, শহিদ হাওলাদার, খলিল হাওলাদার, নেছার উদ্দিনসহ তাদের ২৫/৩০ জন সহযোগীরা জোড়পূর্বক হারাশিয়া বিলে মাছ চাষ করার জন্য কৃষকদের কিছু না জানিয়েই বাঁধ নির্মানের কাজ শুরু করেন। অথচ ওই বিলে উল্লেখিত প্রভাবশালীদের কোন জমিই নেই। কৃষকেরা প্রভাবশালীদের বাঁধ নির্মান কাজে বাঁধা দেয়ায় তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয়। কৃষকদের বাঁধা উপেক্ষা করে প্রভাবশালীরা তাদের প্রভাব খাটিয়ে বাঁধ নির্মানের কাজ অব্যাহত রেখেছেন। ফলে এবারের আমন ধানের মৌসুমে ওই বিলের জমির প্রকৃত মালিকদের (কৃষকদের) চাষবাদ হুমকির মুখে পরেছে। প্রভাবশালীদের হাত থেকে রেহাই পেতে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করে কৃষকদের আয়োজনে অনুষ্ঠিত সভায় স্থানীয় কৃষক আলম হাওলাদারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কৃষক আনিচুর রহমান, সেলিম ফকির, দিলারা বেগম, ইসমাইল ফকির, উপেন্দ্রনাথ মন্ডল প্রমুখ।