নিজস্ব সংবাদদাতা ॥ লাইসেন্স বিহীন চারটি ভূয়া ডায়গনষ্টিক সেন্টারের বিরুদ্ধে অসংখ্য অভিযোগের ভিত্তিতে অবশেষে ওই ডায়গনষ্টিক সেন্টারগুলো বন্ধের নির্দেশ দিয়েছে বরিশালের সিভিল সার্জন। ঘটনাটি আগৈলঝাড়া উপজেলার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল সিভিল সার্জন ডাঃ এটিএম মিজানুর রহমান ১৪৯৬ স্মারকের মাধ্যমে গত ২২ মে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালের সম্মুখের সেবা ডায়াগনষ্টিক সেন্টার, শারমিন ডায়াগনষ্টিক সেন্টার, সন্যামত ডায়াগনষ্টিক সেন্টার ও উপজেলা সদরের লাবিব ডায়াগনষ্টিক সেন্টারের কোন লাইসেন্স বা অনুমতি না থাকায় ওই সেন্টারগুলো বন্ধের জন্য আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি দিয়েছেন।
এছাড়াও ডায়াগনষ্টিক সেন্টারগুলো বন্ধের জন্য জ্ঞাতার্থে একই পত্র দেয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রনালয়, মহাপরিচালক স্বাস্থ্য মন্ত্রনালয় ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বরাবরে। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর বিশ্বাস সিভিল সার্জনের চিঠি প্রাপ্তির সত্যতা স্বীকার করে বলেন, খুব শীঘ্রই অবৈধ ডায়াগনষ্টিক সেন্টারগুলো বন্ধের জন্য অভিযান পরিচালনা করা হবে।