যৌতুকের দাবিতে গৃহবধূকে অমানুষিক নির্যাতন

নিজস্ব সংবাদদাতা ॥ যৌতুকের দাবিতে এক গৃহবধূকে স্বামী ও তার পরিবারের লোকজনে অমানুষিক নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মুর্মুর্ষ অবস্থায় ওই গৃহবধূকে বরিশালের গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কারফা গ্রামের।

হাসপাতালের বেডে শষ্যাশয়ী আগৈলঝাড়া উপজেলার চাঁপাচুঁপা গ্রামের ধীরেন বল্লভের কন্যা বিভা বল্লভ অভিযোগ করেন, উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কারফা গ্রামের জটাই হালদারের পুত্র অরুন হালদারের সাথে তার ১২ বছর পূর্বে সামাজিক ভাবে বিয়ে হয়। বিয়ের সময় বরপক্ষের দাবিকৃত ৫০ হাজার টাকা পরিশোধ করা হয়। বিয়ের পর থেকেই পূর্ণরায় ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে স্বামী ও তার শাশুরি শন্তোষী রানী হালদার বিভাকে শারিরিক নির্যাতন করে আসছে। এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইতোমধ্যে কয়েক দফা সালিশ বৈঠকও হয়েছে।

সর্বশেষ গত ২৫ মে গৃহবধূ বিভাকে তার স্বামী ও শাশুরি অমানুষিক নির্যাতন করে ঘরের মধ্যে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে ২৬ মে রাতে বিভার বাবার বাড়ির লোকজনে মুর্মুর্ষ অবস্থায় বিভাকে উদ্ধার করে গৌরনদী হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।