নিজস্ব সংবাদদাতা ॥ “নারীর অধিকার মানবাধিকার”-শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার উদ্যোগে গত ২৬ মে সন্ধ্যায় আগৈলঝাড়া উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আগৈলঝাড়া উপজেলার জেলা পরিষদ ডাকবাংলোতে উপজেলা মহিলা পরিষদের অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন নারী নেত্রী মমতাজ আক্তার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী রানী সরকার, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক নুরজাহান বেগম, সহসাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক মলিনা মন্ডল, লিগ্যাল এইড-এর জেলা সম্পাদিকা প্রতিমা সরকার, অর্থ বিষয়ক সম্পাদিকা সালমা খান, আগৈলঝাড়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী পেয়েরা বেগম। অনুষ্ঠান পরিচালনা করেন আগৈলঝাড়া মহিলা পরিষদের সম্পাদিকা আভা মূখার্জী। সম্মেলনে উপজেলার ৫টি ইউনিয়ন থেকে নির্বাচিত মহিলা ইউপি সদস্য ও নারী নেত্রীরা উপস্থিত ছিলেন। শেষে মমতাজ আক্তারকে সভাপতি ও আভা মূখার্জীকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট আগৈলঝাড়া উপজেলা মহিলা পরিষদের কমিটি গঠন করা হয়।