বরিশালের বিবির পুকুর সৌন্দর্য্য বর্ধনের উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীর প্রানকেন্দ্র শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কের (সদর রোড) অবস্থিত ঐতিহ্যবাহী বিবির পুকুরের সৌন্দর্য্য বর্ধনের লক্ষ্যে ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে আগামী সপ্তাহে শুরু হচ্ছে উন্নয়ন কার্যক্রম।

রবিবার সকালে বিসিসির উদ্যোগে ও গ্রামীণ ফোনের অর্থায়নে পুকুরের পূর্ব পাশে এ প্রকল্পের উদ্বোধন করেন সিটি মেয়র এ্যাডভোকেট শওকত হোসেন হিরন। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, নগরীর ঐতিহ্যের প্রতীক বিবির পুকুরটি নগরবাসীর চিত্ত বিনোদনের তৃপ্তি মেটাতে পুকুরের চার পাশে ব্যাপক উন্নয়ন ঘটানো হবে। বরিশাল বিবির পুকুরনগরীর প্রানকেন্দ্রর চিত্র পাল্টে দেয়াই এ প্রকল্পের লক্ষ্য।

প্রকল্পের সমন্বয়কারী মোঃ রাউফুল আলম বলেন, প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয় হলো মিউজিক্যাল ফোয়ারা। বিবির পুকুরের ইতিহাস জানতে উত্তর পাশে থাকছে অত্যাধুনিক বোর্ড। চারপাশে থাকছে সবুজ বনায়ন ও দর্শনার্থীদের পথচলার জন্য উন্নত ব্যবস্থা। প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রাব্বানী বলেন, দেশের সেরা মিউজিক্যাল ফোয়ারা বিবির পুকুরে স্থাপন করা হবে। এমন অত্যাধুনিক ফোয়ারা দেশের আর কোথাও স্থাপন কারা হয়নি। পানির প্রতিটি ফ্লো এক একটি রঙের হবে। বিশেষ করে মনোমুগ্ধকর মিউজিকের তালে তালে পানির প্রতিটি ফ্লো-এর নাচ দেখা যাবে এখানে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিসিসির কাউন্সিলর কাওসার বিশ্বাস, সুলতান আহম্মেদ, মহিলা কাউন্সিলর কোহিনুর বেগম, গ্রামীণ ফোন কোম্পানীর রিওজনাল হেড মাহবুবুল ইসলাম প্রমুখ।