বরিশালের দুটি বিদ্যুৎ অফিসে ক্ষুদ্ধ গ্রাহকদের হামলা

নিজস্ব সংবাদদাতা ॥ ঘনঘন লোডশেডিং-এ অতিষ্ট হয়ে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ক্ষুব্ধ বিদ্যুত গ্রাহকেরা বিদ্যুৎ অফিসে হামলা চালিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাংচুর করেছে।

জানা গেছে, শনিবার রাত দশটার দিকে পল্লী বিদ্যুতের গৌরনদী পৌর সদরের জোনাল অফিসে ক্ষুব্ধ গ্রাহকেরা ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। একইদিন রাত সাড়ে দশটার দিকে আগৈলঝাড়া উপজেলার ক্ষুব্ধ বিদ্যুৎ গ্রাহকেরা উপজেলার গৈলাস্থ্য পল্লী বিদ্যুতের জোনাল অফিসে হামলা চালিয়ে অফিসে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাংচুর করে। এসময় ওই অফিসের কর্মীরা দিকবিদিক ছোটাছুটি করে আত্মগোপন করে। বিক্ষুব্ধরা জানায়, গত ১৫দিন ধরে এ দু’উপজেলায় অব্যাহত ভাবে লোডশেডিং চলছে। এখানে প্রতিদিন গড়ে একটানা এক ঘন্টাও বিদ্যুত পাচ্ছেন না গ্রাহকেরা।

এছাড়াও কয়েকটি স্থানে ভিআইপি ভাবে বিদ্যুত সরবরাহ করা হলেও প্রত্যন্ত গ্রামের গ্রাহকদের অবস্থা নাজুক করে রেখেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ কারনে অতিষ্ট গ্রাহকেরা এর পূর্বেও একাধিকবার পল্লীবিদ্যুৎ অফিসে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে হামলা চালিয়েও কোন প্রতিকার পায়নি। পল্লী বিদ্যুতের আগৈলঝাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রঙ্গলাল কর্মকার বিক্ষুব্ধ গ্রাহকদের হামলার সত্যতা স্বীকার করে বলেন, বরাদ্দ কম থাকার কারনে ঘন ঘন লোডশেডিং দেয়া হচ্ছে। তবে গ্রাহকদের ভিআইপি লাইনের অভিযোগ সঠিক নয় বলেও তিনি মন্তব্য করেন।