নিজস্ব সংবাদদাতা ॥ গঠনতন্ত্র না মেনে কমিটি গঠন করায় উজিরপুর উপজেলার সাতলা ও বরাকোঠা ইউনিয়ন আওয়ামীলীগের নবগঠিত কমিটি স্থগিত করা হয়েছে। আ’লীগের সদস্য না হওয়ার পরেও তাদের ইউনিয়ন কমিটির সভাপতি-সাধারন সম্পাদক নির্বাচিত করার অভিযোগে এসব কমিটির কার্যক্রম স্থগিত করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার বরাকোঠা ইউনিয়ন আ’লীগের নবনির্বাচিত সভাপতি মোঃ শাহ-আলম ইতিপূর্বে দলের সাথে সম্পৃক্ত ছিলেন না। সদস্য না হয়ে সরাসরি সভাপতি নির্বাচিত হন। দলীয় নেতারা জানান, আওয়ামীলীগের গঠনতন্ত্রের ৫৬ ধারার (গ) অনুচ্ছেদ অনুযায়ী নবাগত সদস্যগণ এক বৎসরের মধ্যে আওয়ামীলীগের কোনো সভাপতি-সম্পাদকের পদ পাবে না। বরাকোঠার মতো সাতলা ইউনিয়নে কমিটি গঠন নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ ওঠে। কমিটি গঠনের এমন অভিযোগ পাওয়ার পর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল হাসানাত আব্দুলাহ পরবর্তী নির্দেশ না দেয়া পযর্ন্ত ওই দু’টি ইউনিয়নের নতুন কমিটির সকল কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছেন।