নিজস্ব সংবাদদাতা ॥ আগামীকাল বুধবার থেকে দক্ষিনাঞ্চলের অভ্যন্তরীন রুটে ডাকা পরিবহন ধর্মঘট শেষ মুহুর্তে প্রত্যাহার করা হয়েছে। হরতাল চলাকালীন সময় ঢাকায় বাসে অগ্নি সংযোগের প্রতিবাদে এ ধর্মঘট ডাকা হয়েছিল। সোমবার বাংলাদেশ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে পূর্বঘোষিত পরিবহন ধর্মঘট প্রত্যাহারের জন্য জরুরী বার্তা পাঠানো হয়। মোবাইল ফোন ও জরুরী ফ্যাক্সবার্তা পেয়ে এ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল জেলা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সুলতান মাহমুদ।