গাড়ি ভাংচুরের মামলায় দাউদকান্দির ৫ যুবদল নেতাকর্মীকে জেল হাজতে প্রেরন

 

মাহ্ফুজ ইসলাম শিপ্লূ, দাউদকান্দি ॥ গাড়ি ভাংচুরের মামলায় দাউদকান্দি উপজেলার ৫ যুবদল নেতাকর্মীকে আদালত জেল হাজতে প্রেরন করেছে।

গত ১৭ মে বিএনপি’র ডাকা হরতাল চলাকালিন সময়ে সিএনজি অটোরিক্সা ও গাড়ি ভাংচুরের অভিযোগে দাউদকান্দি মডেল থানা পুলিশের এসআই মোঃ জহিরুল হক বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। আসামীগন গত মঙ্গলবার কুমিল্লা আদালতে হাজির হলে বিচারক যুবদল নেতা আঃ আউয়ালের জামিন মঞ্জুর করে, ৫ যুবদল নেতাকর্মী উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক কামরুল ফকির, মোঃ খোকন, ফারুক মিয়াজী, মুক্তার হোসেন ও মোঃ বাদশা মিয়াকে জেল হাজতে প্রেরণ করে।

এদিকে দাউদকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক ভিপি মোঃ জাহাঙ্গীর আলম মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে যুবদলের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।