নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিন ধানডোবা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের মামলায় স্বাক্ষী হয় ওই গ্রামের রতন খান। মামলায় স্বাক্ষ্য দেয়ায় শনিবার বিকেলে প্রতিপক্ষরা তার বাড়িতে হামলা চালিয়ে বসত ঘর ভাঙচুর করে। এ সময় হামলাকারীরা দুই মহিলাসহ ৪ জনকে আহত করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পৈতৃক জমিজমা নিয়ে গৌরনদী উপজেলার দক্ষিন ধানডোবা গ্রামের শাহাদাত খানের সাথে তার চাচাতো বোন আকলিমা বেগমের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয় গ্র“প বরিশাল সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। শাহাদাত খানের মামলায় স্বাক্ষী প্রদান করেন প্রতিবেশী রতন খান। এর জের ধরে গত শনিবার বিকেল ৬ টার দিকে আকলিমার ভাই রুহুল আমীন খান ও তার লোকজন রতনের ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় রতন খান, তার স্ত্রী মাহমুদা বেগম, তার ছেলে লিমন খান ও তার পুত্র বধু মায়া বেগমকে মারধর করে। আহতদের হাসপাতালে নেয়া হলে রুহুল আমীন ও তার লোকজন বাধা দেয়। গৌরনদী থানার উপপরিদর্শক স্বপন কুমার হাওলাদার এক দল পুলিশ নিয়ে আহতদের উদ্ধার করে তাদের গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।