নিজস্ব সংবাদদাতা ॥ চিকিৎসার জন্য সৌদি আরব যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্ল্যাইটে শুক্রবার সন্ধ্যায় ঢাকা ছাড়বেন তিনি। বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান ও একান্ত সচিব সালেহ আহমেদ বুধবার দুপুরে এ খবরের সত্যতা নিশ্চিত করেন। খালেদা জিয়ার দেশত্যাগের বিষয়টি স্পিকারকে অবহিত করা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও চিকিৎসার জন্য সৌদি আরব যাওয়ার কথা ছিলো খালেদা জিয়ার। কিন্তু একের পর এক সরকারবিরোধী আন্দোলনের কারণে তিনি সৌদি আরব না গিয়ে ব্যাংকক থেকে চিকিৎসা নিয়ে আসেন।
সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত খালেদা জিয়ার সঙ্গে দেখা করে সৌদি বাদশাহর পক্ষ থেকে তাকে দেশটিতে রাজকীয় মেহমান হওয়ার আমন্ত্রণ জানান। সে আমন্ত্রণ গ্রহণ করেন খালেদা। চিকিৎসা শেষে সপ্তাহখানেকের মধ্যেই তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।