কে হবেন উজিরপুর আ’লীগের নতুন কর্ণধর – ১৫ বছর পর উজিরপুর উপজেলা আ’লীগের কাউন্সিল – সর্বত্র সাজ সাজ রব

খোকন আহম্মেদ হীরা, উজিরপুর থেকে ফিরে ॥ দীর্ঘ ১৫ বছর বৃহস্পতিবার সংখ্যালঘু অধুষ্যিত ও আওয়ামীলীগের ভোট ব্যাংক বলেখ্যাত বরিশালের উজিরপুর উপজেলা আওয়ামীলীগের কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে ঝিমিয়ে পরা এ উপজেলার আওয়ামীলীগের নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। সর্বত্র উৎসবের আমেজ ও সাজ সাজ রব বিরাজ করছে।

দলীয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে কাউন্সিলের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উজিরপুর উপজেলা অডিটোরিয়ামে জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক ডাঃ মোকলেছুর রহমান উদ্বোধক হিসেবে কাউন্সিলের শুভ সূচনা করবেন। কাউন্সিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও সাবেক সফল চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের দপ্তর সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ মনিরুল ইসলাম মনি।

দীর্ঘদিন পর উজিরপুর উপজেলা আ’লীগের কাউন্সিলের আয়োজন করায় ঝিমিয়ে পড়া নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে আসলেও পদ নিয়ে শুরু হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। অধিকাংশ নেতা-কর্মীদেরই দাবি নবীন-প্রবীন ও ত্যাগী নেতাদের সমন্বয়েই উপজেলা আ’লীগের কমিটি গঠিত হলে দল আরও শক্তিশালী হবে। নতুন কমিটি গঠনকে ঘিরে দলের মধ্যে চলছে চুলছেরা বিশ্লেষন। উঠে আসছে বিগত দিনের দলীয় কর্মকান্ডের হিসেব-নিকেশ। দলের দুর্দীনের সময়ে নেতা-কর্মীরা তাদের পাশে কোন নেতাকে বেশি পেয়েছের সে বিষয়টিও উঠে এসেছে গুরুত্বের সাথে।

সম্মেলনকে ঘিরে সভাপতি ও সম্পাদক পদ পেতে যারা তৃণমূল পর্যায়ের কাউন্সিলরদের কাছে দীর্ঘদিন থেকে জোরলবিং করে যাচ্ছেন তারা হলেন, সভাপতি পদে-বর্তমান সভাপতি আঃ খালেক আজাদ, সাধারন সম্পাদক এস.এম জামাল হোসেন, ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল। অন্য একটি সূত্রে সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল ইসলাম মনির নামও শোনা যাচ্ছে। বিগত দিনে সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে আঃ খালেক আজাদের ব্যর্থতা সফলতা দুটোই রয়েছে তবে ব্যর্থতার পাল্লাই বেশি ভারি। সেক্ষেত্রে সভাপতি হিসেবে জামাল হোসেন ও ইকবালের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। আবার যোগ-বিয়োগ মেলাতে সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল ইসলামকে নিয়েও ভাবনা রয়েছে। সাধারন সম্পাদক প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন-বর্তমান উপজেলা যুবলীগের সফল সভাপতি আঃ মজিদ সিকদার বাচ্চু, আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান ও অশোক হাওলাদার। তিনজন সম্পাদক প্রার্থীর মধ্যে যুবলীগের সফল সভাপতি আঃ মজিদ সিকদার বাচ্চু জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন। তবে সার্বিক দিক বিবেচনা করে বাচ্চু ও সিদ্দিকুর রহমানের মধ্যে প্রতিদ্বন্ধীতা হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্মেলনের তারিখ নির্ধারন হওয়ার ৫/৬ মাস পূর্ব থেকেই সম্ভাব্য প্রার্থীরা ইউনিয়নের কাউন্সিলরদের কাছে ভোটের জন্য দৌড়ঝাঁপে ব্যস্ত ছিলেন। এখন শুধু অপেক্ষার পালা কে হবেন উজিরপুর আওয়ামীলীগের নতুন কর্ণধর।