নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট খেলায় দু’বিদ্যালয়ের সমর্থকদের মধ্যে বুধবার দুপুরে হামলা ও সংঘর্ষে উভয়গ্র“পের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, বুধবার ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট খেলা বাগধা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ বাগধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে খেলা চলাকালীন সময় খাজুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়ারদের মধ্যে মাধ্যমিক পর্যায়ের ছাত্র খেলোয়ার রয়েছে বলে অভিযোগ তোলে দক্ষিণ বাগধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াররা। এ নিয়ে উভয় দলের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। গুরুতর আহত এনামুল তালুকদার, রাসেল সরদার, রেজাউল সরদার, শাকিব, সজল, এমদাদুলকে আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আঃ মান্নান বলেন, সংঘর্ষের ঘটনা ঘটেছে মাঠের বাহিরে। তাতে খেলার কোন বিঘ্ন ঘটেনি।