নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া নামকস্থানে বৃহস্পতিবার দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষে একজন নিহত ও দু’নারী পুলিশ কনেষ্টবলসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। নিহত আজাদ খান (২৮) দূর্ঘটনাকবলিত সুবর্ন পরিবহনের হেলপার।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে মাহিলাড়া নামকস্থানে ভুরঘাটা থেকে বরিশালগামী লোকাল পরিবহন (নূর)-এর সাথে বিপরীত দিক থেকে আসা বরিশাল থেকে ঢাকাগামী সুবর্ন পরিবহনের মুখোমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় বাসের সম্মুখ ভাগ দুমড়ে মুচরে যায়। এতে সুবর্ন পরিবহনের হেলপার আজাদ খান, উভয় পরিবহনের যাত্রী গৌরনদী থানার নারী পুলিশ কনেষ্টবল আসমা আক্তার, কিরন আক্তার, কামরুল ইসলাম, আব্দুল মান্নান, রিয়াদ আকন, পারুল বেগম, জীবন নেছা, চম্পা বেগম, মান্নান, সাজেদা বেগম, শংকর চন্দ্র দাস, কনিকা আক্তার, রিজিয়া বেগম, সাথী আক্তার, সৈয়দ আহসান হাবীব, আনোয়ারুল হকসহ কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়। গুরুতর আহতদের গৌরনদী ও বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি কর হয়। শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় সুবর্ন পরিবহনের হেলপার আজাদ খান সকাল সাড়ে ১১ টার দিকে মারা যায়। নিহত আজাদ খানের বাড়ি গৌরনদী পৌর সদরের শাওড়া মহল্লায়। সে ওই মহল্লার লালু খানের পুত্র। গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘনাকবলিত বাস দুটিকে আটক করা হয়েছে।