গৌরনদী সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরধরে প্রতিপক্ষের লোকজনে পিটিয়ে দু’জনকে গুরুতর আহত করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
আহত সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় ক্রিকেট খেলা শেষে বাড়ি ফেরার পথে এলাকার চিহ্নিত সন্ত্রানী মনির শিকারী ও তার সহযোগী সুমন শিকারীসহ ৬/৭ জনে অর্তকিতভাবে হামলা চালিয়ে আরিফ সরদারকে (২৫) পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে তার মা স্বাস্থ্য কর্মী নাছিমা বেগম এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকেও পিটিয়ে আহত করে। গুরুতর আহতদের ওইদিন রাতেই গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।