নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৃহবধূ সুমা হত্যাকান্ডের বিচারের দাবিতে স্থানীয়দের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার গৈলা ইউনিয়নের রাহুতপাড়া গ্রামের গৃহবধূ সুমা হত্যার বিচারের দাবিতে স্থানীয় সাবেক শিক্ষক নীলকান্ত হালদারের বাড়িতে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় শিক্ষক গনেশ হালদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিমসন রায় পটল, জিতেন বালা, শুশীল বালা, অনিল হালদার, দীপালি রানী রায়, বিনয় বালা, কমলা রানী দাস, অমৃত হালদার, সুর্যকান্ত রায় ও নিহত গৃহবধূ সুমার বাবা গনেশ হালদার প্রমুখ। বক্তারা নিহত গৃহবধূ সুমা হত্যা কান্ডের সাথে জড়িত স্বামী, শশুর-শাশুরীসহ অন্যান্যদের অনতিবিলম্বে গ্রেফতার পুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ১৩ জুন সকালে যৌতুকের জন্য গৃহবধূ সুমাকে মারধর করে হত্যা করা হয়। মৃত্যুর পড় থেকে নিহত গৃহবধুর স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনে পলাতক রয়েছে।