নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের উজিরপুর উপজেলা আ’লীগের সম্মেলন বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। সকাল ১০টায় উজিরপুর মেজর এম.এ জলিল অডিটরিয়ামে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক আজাদের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক ডাঃ মোখলেছুর রহমান সম্মেলন উদ্ধোধন করেন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাবেক চীফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি, আলহাজ্ব মনিরুল ইসলাম মনি-এমপি, জেলা আ’লীগ নেতা আব্দুল রশিদ খান, সৈয়দ আনিসুর রহমান, মোঃ শাহ আলম, জেলা যুবলীগের সভাপতি জাকির হোসেন, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আঃ রাজ্জাক প্রমুখ।
উল্লেখ্য, দলকে সু-সগঠিত করার লক্ষ্যে দীর্ঘ ১৪ বছর পর গতকাল বৃহস্পতিবার উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের আয়োজন করা হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে সাতটা) প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে উপজেলার সকল কাউন্সিলদের নিয়ে নতুন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা চলছে।