নিজস্ব সংবাদদাতা ॥ মেয়াদোর্ত্তীণ বরিশালের গৌরনদী উপজেলা, সরকারি গৌরনদী কলেজ ও পৌর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ছাত্রলীগের পদ প্রত্যাশিত প্রার্থীদের কাছ থেকে আবেদন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম জানান, গত ১৩ জুন থেকে এ কার্যক্রম শুরু করা হয়। তিনি আরো জানান, ছাত্রলীগের উল্লে¬খিত তিন কমিটির পদ প্রত্যাশিত প্রার্থীদের আগামি ২০ জুনের মধ্যে তাদের আবেদনপত্র জমা দেয়ার শেষদিন ধার্য্য করা হয়েছে। এজন্য সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ্য ছাত্রলীগ কার্যালয়ে এ আবেদনপত্র জমা নেয়া হচ্ছে। আবেদনের সাথে প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সদ্যতোলা দুই কপি পাসর্পোট সাইজের ছবি, স্ব-স্ব কলেজের প্রত্যয়নপত্র, জাতীয় অথবা শিক্ষাগত যোগ্যতার মাকর্শীটের ফটোকপি জমা দিতে হবে। আগামী ২০ জুনের মধ্যে ছাত্রলীগের উপজেলা, সরকারি গৌরনদী কলেজ ও পৌর শাখার পদ প্রত্যাশিত প্রার্থীদের উপরোক্ত কাগজপত্রসহ আবেদনপত্র জমা দেয়ার জন্য সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূ্ইঁয়া অনুরোধ জানিয়েছেন।