বরিশাল সংবাদদাতা ॥ নগরীতে মেয়াদোত্তীর্ন পন্য ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অভিযোগে সোমবার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইসরাইল হোসেনের নেতৃত্বে অভিযানে অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অভিযোগে সদর রোডের রয়েল রেস্তরাকে ১২ হাজার টাকা, রয়েল কফি হাউজকে ৫ হাজার টাকা ও মোল্লা হেটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং মেয়াদোত্তীর্ন পন্য বিক্রয়ের অভিযোগে সদর রোডের লন্ডন গার্ডেনকে ৩ হাজার টাকা, খান ডিপার্টমেন্টালকে ৫ হাজার টাকা ও এস এম ব্রাদার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে সিটি কর্পোরেশনের নির্বাহী মেজিস্ট্রেট মো: ইসরাইল হোসেন বলেন, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ ধরনের অভিযান পরবর্তিতে অব্যাহত থাকবে।